সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
নিরাপদ সড়ক আন্দোলন: ষড়যন্ত্রের মামলায় খালাস আমীর খসরু বিচার হলে আ.লীগ চালানোর কেউ থাকবে না: মামুনুল হক সংস্কার ও নির্বাচনের জন্য জাতীয় স্বার্থে সর্বোচ্চ ঐকমত্য গঠন ও জুলাই চার্টার ঘোষণার আহ্বান ইতালি সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ জয়কে হত্যাচেষ্টা মামলা: শফিক রেহমানের খালাসে ‘আপত্তি নেই’ রাষ্ট্রপক্ষের শের-ই-বাংলা ছিলেন উপমহাদেশের অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ : তারেক রহমান হাসিনাকে ফেরাতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতার বৈঠক এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরা হলো না নাঈমের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত: তাহের

রান না করেও হৃদয় জিতেছেন মারওয়ে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

এক বলে অপরাজিত শূন্য। পরিসংখ্যানের চোখে নিতান্তই নগন্য। তবুও এই শূন্য রানেই ‘রোয়েলফ ভ্যান ডার মারওয়ে’ জায়গা করে নিয়েছেন ক্রিকেটের অনুপ্রেরণাময় গল্পে। জিতে গেলে হয়তো তিনি থেকে যেতেন পার্শ্বনায়ক চরিত্রে। তবে হেরে গিয়েও মারওয়ে জিতে গিয়েছেন ক্রিকেটের প্রতি তার ভালোবাসা প্রদর্শনে।
শেষ ১৪ বলে জয়ের জন্য নেদারল্যান্ডসের প্রয়োজন তখন ৪০ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন রোয়েলফ ভ্যান ডার মারওয়ে। আর শেষ ভরসা হয়ে তখনো ৬৮ রান করে মাঠে ম্যাক্স ও’ডাউড। কঠিন লক্ষ্য, বলা যায় প্রায় অসম্ভবও। তবুও এক একটা রান নিতে চেষ্টার কমতি ছিল না মারওয়ের। ব্যথায় কুঁকড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌঁড়েছেন, ও’ডাউডকে সঙ্গ দিয়েছেন।
মারওয়ে সঙ্গ দিয়েছেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। শেষ ১৪টা বল আর আসা ২৩ রানের ও’ডাউডের সাথে ছিলেন তিনি। ব্যথা ভুলে জয় খুঁজেছেন দাঁতে দাঁত চেপে। ধারাভাষ্য থেকে হার্শা ভোগলে তো অকপটে বলেই বসলেন, ‘রোয়েলফের দেখানো এমন ডেডিকেশন দেখার জন্যই তো দর্শকরা মাঠে আসেন খেলা দেখতে।’ তবে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস হেরেই যায় শ্রীলঙ্কার কাছে। থেমে যেতে হয় ১৬ রানের ব্যবধানে। তবে রোয়েলফ ভ্যান ডার মারওয়ের এমন চেষ্টা দেখে অনেকের মুখ ফুটেই বেড়িয়ে আসে, ইশ! যদি নেদারল্যান্ডসই জিতে যেত! তবে ম্যাচের ফলাফলে নেদারল্যান্ডস না জিতলেও ভাগ্যের দৌড়ে কমলা বাহিনী ঠিকই জিতে গেছে। আরব আমিরাতের কাছে শেষ মুহূর্তে নামিবিয়া হেরে যাওয়ায় ডাচরাই বিশ্বকাপের মূল পর্বে পা রেখেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com