নরসিংদী রায়পুরায় বাংলাদেশ সরকারের কৃষি প্রনোদনার রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তি কৃষক ১১০০ জনের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমপিও সার ১ কজি সারিষার বীজ বিতরণ করা হয়। এবছরে সরিষা লক্ষ্য মাত্রা ১৬৯০ হেক্টর জমিতে বীজ বপনের জন্য নির্ধারণ করা হয়। এবছর রায়পুরায় ২৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বিভিন্ন জাতের শীতকালীন ফসলের প্রনোদনা পাবে ১৭৩৫ জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রায়পুরা, নরসিংদীর আয়োজনে রায়পুরা উপজেলা নির্বাহি অফিসার মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আঃ মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, মোঃ আবুল কালাম আজাদ, নাছিমা আক্তার প্রমুখ।