মরুর বুকে এক খন্ড চট্টগ্রাম” শীর্ষক স্লোগানে জাঁকজমক ভাবে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সমিতি রিয়াদ এর অভিষেক অনুষ্ঠান ও মিলনমেলা।বৃহস্পতিবার রাতে আনন্দঘন পরিবেশে রিয়াদের আল মারুয়া কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি শওকত ওসমান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন টিটু ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা সৈয়দ আয়ুব আলী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সমিতির সিনিয়র সহ সভাপতি ও যমুনা টিভির সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দীন। এসময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক কে এম জাকেরুল ইসলাম, সহ সভাপতি ওবাইদুল হক, আজিজ সিকদার, পেয়ার আহমেদ, আব্দুল শুক্কুর, মোহাম্মদ হারুন, মামুনসহ আরো অনেকেই। এদিকে মিলন মেলা উপলক্ষে রিয়াদের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামের প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ, আড্ডা গল্প ও সুখ দুঃখের কথা বলে সময় পার করেন। অনুষ্টানে বক্তারা রিয়াদ থেকে চট্টগ্রামে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনা করার দাবী জানান । চট্টগ্রাম সমিতি রিয়াদ সবাইকে নিয়ে প্রবাসী ও মানব কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।