নির্বাচনে আসুন। তখন দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে। শেখ হাসিনা কত জনপ্রিয় নির্বাচন হলে আবারও টের পাবেন। আওয়ামী লীগ বিএনপি নয়। যাদের বছরের পর বছর সম্মেলন হয় না। যাদের ঘরে বসে কমিটি ঘোষণা হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শুক্রবার দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলনে অংশ নিয়ে তিনি বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, আগুন সন্ত্রাস কারা করেছে এ দেশের বাচ্চাও জানে। বোমা মারো, বেগম জিয়া নিজে বলেছেন। বিএনপির সমালোচনা করে কাদের বলেন, আগুন সন্ত্রাস না কি আওয়ামী লীগ করেছে। ফখরুল সাহেব এত মিথ্যা কথা আপনি বলতে পারেন, এত মিথ্যাচার আপনি করতে পারেন! আগুন সন্ত্রাস কে করেছে এ দেশের বাচ্চা শিশুরাও জানে। তখন যারা বাচ্চা ছিল তারাও জানে কারা আগুন সন্ত্রাস করেছে।
হাওয়া ভবন ও বেগম জিয়ার নির্দেশ কীভাবে চট্টগ্রামের এক নেতাকে…অডিওতে এখনো আছে আগুন দাও। বোমা মারো, বেগম জিয়া নিজে বলেছেন। ভুলে গেছেন, বিএনপি মহাসচিবের উদ্দেশে প্রশ্ন রাখেন কাদের।