রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

৩০শে ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

২৪শে ডিসেম্বর যুগপৎ গণমিছিলের পরিবর্তে আগামী ৩০শে ডিসেম্বর কর্মসূচি পালন করবে বিএনপি ও অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো। গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মসূচি পরিবর্তনের কথা জানান। এর আগে ১০ই ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে সারাদেশে ২৪শে ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে ওই দিন ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় বিএনপিকে কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ জানান ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন দলের আহ্বানের পরিপ্রেক্ষিতে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির তারিখে পরিবর্তন আনছে দলটি। ফলে ২৪শে ডিসেম্বরের পরিবর্তে ৩০শে ডিসেম্বর হবে ঢাকায় গণমিছিল। আর ঢাকার বাইরে ২৪শে ডিসেম্বরেই যুগপৎভাবে গণমিছিল করা হবে। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ঐকমত্য হয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ প্রমুখ।
ওবায়দুল কাদেরের অনুরোধে ঢাকায় বিএনপির গণমিছিলের তারিখ পেছাল: ঢাকায় বিএনপির গণমিছিলের কর্মসূচির তারিখ পেছানো হয়েছে। ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ঢাকায় এই কর্মসূচি পালন করবে দলটি। তবে ঢাকার বাইরে ২৪ ডিসেম্বরই গণমিছিল করবে বিএনপি। গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১০ দফা দাবিতে ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। এখন ঢাকার ক্ষেত্রে কর্মসূচির তারিখ পরিবর্তন করল দলটি। ঢাকায় গণমিছিলের তারিখ পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সংঘাত চায় না, শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় সংকটের সমাধান চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির জাতীয় সম্মেলনের জন্য বিএনপির গণমিছিলের কর্মসূচির তারিখ পরিবর্তনের প্রত্যাশা করেছেন। তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তাই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। নজরুল ইসলাম খান বলেন, ২৪ ডিসেম্বর তাঁরা ঢাকায় গণমিছিল করবেন না। তবে সারা দেশের জেলা ও মহানগরে সেদিন (২৪ ডিসেম্বর) গণমিছিলের কর্মসূচি হবে। ঢাকায় ৩০ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচির নতুন তারিখ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যথাযথ নির্বাচনের দাবি আদায়ের যে লড়াই, সে জন্য জনগণকে ৩০ ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৮ সালের এই দিনে বর্তমান সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে।’ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল এই আন্দোলনে যুক্ত বলে উল্লেখ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, অনেকেই একই দিন কর্মসূচি ঘোষণা করেছে। এ জন্য সেসব দলকে তাঁরা ধন্যবাদ দিচ্ছেন। তাঁরা আশা করছেন, যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব হবে। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আওয়ামী লীগের সম্মেলন বিএনপিকে দাওয়াত দেওয়া হলে তারা যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, ‘রাজনীতিতে যদি বলে কোনো শব্দ নেই। যদি দাওয়াত দেওয়া হয়, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com