শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::

তুরস্কের ‘সিভিল সার্ভিস’ পরীক্ষায় ড. ইউনূসকে নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশি অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তুরস্কের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে। সম্প্রতি ইউনূস সেন্টারের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নটির একটি কপি শেয়ার করেছেন। তুর্কি ভাষায় ছাপা হওয়া নৈর্ব্যক্তিক প্রশ্নটির বাংলা করলে দাঁড়ায়- ৫৮ নং প্রশ্নঃ নীচের কোন অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ ধারণার উদ্ভাবক এবং ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী?
উত্তর বাছাই করার জন্য প্রশ্নটির নীচে তুর্কি ভাষায় ৫টি ‘অপশন’ ছিল, যেখানে ড. ইউনূসসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫ জন নোবেলজয়ীর নাম ছিলঃ
১. মোহাম্মদ ইউনূস
২. মালালা ইউসুফজাই
৩. মোহাম্মদ এল-বারাদেই
৪. কফি আনান
৫. শিরিন এবাদি
ড. ইউনূসকে নিয়ে করা প্রশ্নটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই সেটি পোস্ট করে লিখেছেন, “একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত”। কেউ আবার মজা করে লিখেছেন, “প্রতি বছর বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়ে সরকারি চাকরি লাভের প্রত্যাশায় বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) এর সব প্রশ্ন নিয়ে গবেষণা করে। আর, তুরস্কের বিসিএস পরীক্ষায় দেখি বাংলাদেশের নোবেলজয়ীকে নিয়ে প্রশ্ন! সে খবর তারা জানে?”
প্রসঙ্গত, দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য মুক্তির লক্ষ্যে ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক এবং সে উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজের চিন্তাধারা ও কাজের জন্য অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেছেন। ২০২১ সালে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান “অলিম্পিক লরেল” সম্মাননায় ভূষিত হয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com