মিয়ানমারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মনোয়ার হোসেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি বিদায়ী রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। মনোয়ার হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচে পররাষ্ট্র ক্যাডার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তিনি নিউইয়র্কে জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০১ সালে সার্ভিসে যুক্ত হয়ে ওয়াশিংটন ডিসি ও সিঙ্গাপুরে বাংলাদেশ মিশনসহ নানা দায়িত্ব পালন করেছেন।
তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য নীতি, পরিকল্পনা ও অর্থায়ন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থ্য যোগাযোগে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।