শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::

দুর্গাপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম অভাবে অনিশ্চিত ভবিষ্যত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ফারংপাড়া গ্রামের গৃহবধূ হাজেরা খাতুন একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের তালুকদার ক্লিনিকে অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। হাজেরা খাতুন উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। বাবুল মিয়া পেশায় একটি স্বর্ণের দোকানের কর্মচারী। নবজাতক দুই ছেলে, এক কন্যা ও তাদের মা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকগণ। এদিকে একসঙ্গে তিন সন্তান জন্মে খুশি হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হাজেরা বাবুল দম্পতি। এই দম্পতির ঘরে আরও দুই মেয়ে ও তিন ছেলে সন্তান রয়েছে। স্বজনরা জানান, সন্ধ্যায় হঠাৎ করে প্রসব বেদনা উঠলে জরুরী ওই ক্লিনিকে নিয়ে এলে রাতেই অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ হাজেরা খাতুন। তারা আরও বলেন, নিজের সম্পদ বলতে কিছুই নেই বাবুল মিয়ার। স্বর্ণের দোকানে কাজ করে কোনোমতে সংসার চলে তার। নবজাতকের দাদি জাহেরা খাতুন বলেন, তিন সন্তান এক সঙ্গে জন্ম নেওয়ায় আমরাও খুশি তবে দুচিন্তায়ও আছি। একজনের উপার্জনে কোনোমতে তাদের সংসার চলে। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চান পিতা বাবুল মিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com