শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::

উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ কমিনিউটি দলের সৌজন্য সাক্ষাৎ

ছালাহ্ উদ্দিন (সোনাগাজী) ফেনী :
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন তাতারের সাথে বাংলাদেশ কমিনিউটি দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে এ সাক্ষাতে মিলিত হন তারা। এসময় উপস্থিত ছিলেন সাইপ্রাসের ব্যবসায়ী ও আমাদানীকারক মো. ইমাম হোসাইন, সাইপ্রাসে বাংলাদেশী প্রবাসীদের সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন ভুঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন হিমেল, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ মাছুম ও মো. জাফর উল্যাহ প্রমুখ। প্রেসিডেন্টের সাথে মিলিত হয়ে তারা তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাইপ্রাস অবস্থানরত বাংলাদেশীদের পক্ষ থেকে প্রেসিডেন্টের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্গতদের সেবা ও উদ্ধারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে যে তুরস্কে পাঠানো হয়েছে সে বিষয়ে অবহিত করেন। সাইপ্রাসে কর্মরত বাংলাদেশীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া সহজ করা ব্যপারে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব পেশ করা হয়। এছাড়াও বাংলাদেশীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শীঘ্রই বাংলাদেশ কমিনিউটির পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করে প্রেসিডেন্টের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে আশ্বাস দেন। প্রেসিডেন্ট এরসিন তাতার দাবিগুলো মনযোগ সহকারে শুনে শীঘ্রই বাংলাদেশীদের নাগরিকত্ব প্রক্রিয়া সহজ করা সহ বাংলাদেশীদের সকল কাজে সহযোগিতার আশ্বাস দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com