বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

নাজিরহাট পৌরসভা নির্বাচন: উৎসব মুখর পরিবেশে ৫৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

আসন্ন নাজিরহাট পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে সর্বমোট ৫৭জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৯ ফেব্রুয়ারি (রোববার) উপজেলা নির্বাচন অফিসে সহকারী আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তারিকুজ্জামানের কাছে এসব মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। এতে মেয়র পদে ৭জন, কাউন্সিলর পদে ৪২জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রার্থী রয়েছেন। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কলামিস্ট এ কে জাহেদ চৌধুরী, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর প্রার্থী মোহাম্মদ শাহ জালাল, মোহাম্মদ নাসির উদ্দিন (স্বতন্ত্র), আনোয়ার পাশা (স্বতন্ত্র), এড. মোঃইসমাইল গনী (স্বতন্ত্র), এসএম শফিউল আলম (স্বতন্ত্র) ও জাহাঙ্গীর আলম চৌধুরী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ছলিমা আকতার ও আলমনারা বেগম। ৪,৫,৬ নং ওয়ার্ডে রেজিয়া বেগম, রহিমা বেগম, নাছমা সুলতানা। ৭,৮,৯নং ওয়ার্ডে হাছিনা মমতাজ, আয়েশা আকতার ও মুছাম্মৎ নিলু আকতার মনোনয়ন জমা দেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আমান উল্লাহ, সৈয়দ মোঃ জয়নাল আবেদিন, মোঃ শফিউল আজম ও মোঃ রবিউল হোসেন, ২ নং ওয়ার্ডে আমান উল্লাহ, আলী আকবর জুনু, এসএম হারেছ মিয়া, মোঃ মিজানুর রহমান ও রাজিব চৌধুরী, ৩ নং ওয়ার্ডে আবুল কালাম, মোঃ হারুন, ওসমান গনী, নুরুল আবছার ও শহিদুল্লাহ, ৪নং ওয়ার্ডে মোঃ হোসেন, মোঃ শাহ জাহান, মোঃ আব্দুল্লাহ ও মোঃ মহিনউদ্দিন, ৫নং ওয়ার্ডে এসএম আবুল মনসুর, ইয়াছিন আরাফাত, মোস্তফা কামাল, মোঃ শরিফ, আব্দুল ওহাব ও এসএম হেলাল, ৬নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মাসুদ, দিদারুল আলম, এসএম আমজাদ হোসাইন ও মোঃ ইয়াকুব, ৭নং ওয়ার্ডে মোঃ ইসমাইল, মোস্তাক হোসেন ও মোঃ মনজুর মিয়া, ৮নং ওয়ার্ডে মোঃ হাসান কবির, আলী নেওয়াজ, বেলাল উদ্দিন ও মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ডে মহিউদ্দিন মাহমুদ, মোঃ মোরশেদ, মোঃ সোলেমান, এজাহারুল ইসলাম, রাশেদ চৌধুরী, নাসির উদ্দিন ও সালাউদ্দিন মনোনয়ন পত্র জমাদেন। সহকারী আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তারিকুজ্জামান জানান, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৫৭জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখ্য যে, ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, প্রতিক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারী, ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে নাজিরহাট পৌরসভার ৪৪,৭৪০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com