কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল লতিফ সভাপতিত্বে অবহিতকরণ ও পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মীর হোসেন, আরএমও ডাঃ তৌফিকুল আলম তারেক, এমওডিসি ডাঃ তানবীর সোবহান, এমআইসিটি ডাঃ আল রায়হান পাটোয়ারী, ডাঃ সালাউদ্দিন সজিব, পরিসংখানবিদ মোঃ হাবিবুর রহমান, স্যানেটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, এমটিইপিআই রিয়াজুল ইসলাম, সামসুল ইসলাম প্রমুখ।