চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের সিংহ রাসেলের মৃত্যুর ২১ দিন পর তার বোন টুম্পাও মারা গেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সাফারি পার্কের পশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় টুম্পার মৃত্যু হয়। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম জানান, ২০০৭ সালের ৭ অক্টোবর সাফারি পার্কে সিংহ রাসেলের জন্ম হয়। পরের বছর ২০ নভেম্বর জন্ম হয় টুম্পার। ২০২২ সালের ১৪ ডিসেম্বর রাসেল ও টুম্পা অসুস্থ হয়ে পড়লে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি মৃত্যু হয় রাসেলের। এর ঠিক ২১ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় বোন টুম্পারও মৃত্যু হলো। সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাক্তার হাতেম সাজ্জাত মো: জুলকার নাইন জানিয়েছেন, সিংহ রাসেল ও টুম্পা গ্যাস্ট্রলোজিক্যাল রোগে আক্রান্ত হয়ে ১৪ ডিসেম্বর থেকে খাবার গ্রহণ বন্ধ করে দেয়। প্রথম দিকে দেখা গেছে, রাসেল ও টুম্পার শরীরে বাত-ব্যথা অনুভব হচ্ছে। পাশাপাশি দাঁতে ক্ষয়, ঘন ঘন প্রস্রাব শুরু করে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম চৌধুরীকে বিষয়টি অবহিত করা হলে ১৪ জানুয়ারি রাসেল ও টুম্পার উন্নত চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করেছিলেন। কিন্তু চিকিৎসায় উন্নতি না হয়ে একে একে দুইজনই মারা যায়। ময়নাতদন্ত শেষে দুই মৃতদেহই পার্কের ভেতরে পুঁতে ফেলা হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম।সাফারী পার্কের সিংহ রাশেলের মৃত্যুর ২১ দিন পর টুম্পার মৃত্যু