শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::

লামায় আওয়ামী লীগের বর্ধিত সভা

তৈয়ব আলী (লামা) বান্দরবান :
  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

লামা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ?ও পৌর মেয়র জহিরুল ইসলাম এর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এম.পি। এ সময় বিশেষ অতিথি হিসেবে ?উপস্থিত থেকে বান্দরবান জেলা ?আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ?ও পৌর মেয়র ইসলাম বেবী বলেন, সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নাই।দলকে সুসংগঠিত করতে নেতা-কর্মী ও সমর্থক সহ সকলে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসন হইতে বীর বাহাদুর (উশৈসিং) কে পুনঃরায় নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ সময় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, ৭টি ইউনিয়ন ১টি পৌরসভা থেকে আগত ৭৪টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় বান্দরবান জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক, ওয়ার্ড, ইউনিয়ন,পৌর ও উপজেলা আওয়ামী লীগের মেয়াদোর্ত্তীন্ন কমিটির সম্মেলন সহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিক-নির্দেশনা দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com