শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

আমাদের সমৃদ্ধ ভাষা বাংলাকে মর্যাদার আসনে বসাতে হবে – প্রফেসর ড. আবদুর রব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

প্রফেসর ড. আবদুর রব বলেছেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এলে আমরা আবেগতাড়িত হই, পাঞ্জাবি-পায়জামা পরে বাঙালি সাজি। এসবই ভণ্ডামি। ভণ্ডামিমুক্ত হয়ে আমাদের সমৃদ্ধ ভাষা বাংলাকে মর্যাদার আসনে বসাতে হবে। বাংলাদেশের বাংলা ভাষার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এ বৈশিষ্ট্যের সাথে জড়িয়ে আছে ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতি; যা পশ্চিমবঙ্গের বাংলা থেকে আলাদা। কিন্তু আমাদের গর্ব বাংলা ভাষা ও সাহিত্য আজ আগ্রাসনের শিকার। এ আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশ কালচারাল একাডেমির মতো সংগঠন আন্তরিকতার সাথে কাজ করছে। এদেশের তরুণদের মাঝে বিশুদ্ধ বাংলা ভাষায় সাহিত্য সংস্কৃতিচর্চার প্রসারে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
ঢাকা বিশ্ববিদ্যায়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবদুর রব গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল একাডেমি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও আল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একাডেমির সভাপতি আবেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়েজীদ মাহমুদ। কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহীম বাহারীর সঞ্চালনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন কবি ও গবেষক নাসির হেলাল, কবি শহীদ সিরাজী, কবি ও গীতিকার আমিনুল ইসলাম এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক হারুন ইবনে শাহাদাত। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন উস্তাদ তাফাজ্জল হোসাইন খান, গীতিকার, সুরকার ও শিল্পী লিটন হাফিজ চৌধুরী, প্রিন্সিপাল সালাউদ্দিন সুমন, আকরাম মুজাহিদ ও হাসনাত আব্দুল কাদের। কবিতা আবৃত্তি করেন সময়ের সাহসী আবৃত্তিকার মুস্তাগিছুর রহমান মুস্তাক ও কুরআন তেলাওয়াত করেন শিল্পী নুরুদ্দিন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ভাষা-শহীদসহ স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবনদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বলেন, একুশ মানে মাথা উঁচু করে বেঁচে থাকার শপথ নেয়ার দিন। অন্যায়-অনাচারের বিরুদ্ধে গর্জে ওঠার শপথের দিন। বাংলাদেশ কালচারাল একাডেমি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালনে অবিচল আছে এবং থাকবে। তিনি ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে দেশের সকল সচেতন কবি-সাহিত্যিক ও শিল্পীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com