শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

ঢাকা পৌঁছেছে কনটেইনারে মালয়েশিয়া যাওয়া কিশোর ফাহিম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশী কিশোর রাতুল ইসলাম ফাহিম ঢাকায় পৌঁছেছে। ঢাকা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফাহিম। হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাকে দেশে পাঠানো হয়। কুয়াললামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোর ফাহিমকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় চার মাস আগে হারিয়ে যায় রাতুল ইসলাম ফাহিম। বেশ কিছুদিন পরে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজের খালি কনটেইনারে মালয়েশিয়ায় যায় ওই কিশোর। ১৭ জানুয়ারি মালয়েশিয়ার ক্লাং সমুদ্র বন্দরে উদ্ধার হয় ফাহিম। জাহাজ থেকে কনটেইনারে খালাসের সময় একটি কনটেইনারে ভেতরে তাকে পাওয়া যায়। তবে কনটেইনারে কিভাবে মালয়েশিয়ায় চলে গেল তার উত্তর জানে না ফাহিম। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেয়া হয় মালয়েশিয়ায়। হাসপাতালে চিকিৎসা শেষে একটি এনজিওর সেফহোমে রাখা হয় তাকে। ফাহিম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মো: ওমর ফারুকের ছেলে। কুমিল্লার মনোহরগঞ্জ থেকে হারিয়ে যায় সে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com