শ্রীমঙ্গলে সনাক ও এসিজি’র সমন্বয় সভা
দুর্নীতি সমাজের প্রতিটি স্তরকে কলুষিত করে তুলেছে। দুর্নীতি প্রতিরোধে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয় বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার চেতনা সৃষ্টি করতে হবে। সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে। এ জন্য রুণ প্রজন্মসহ বিশেষ করে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের আরো এগিয়ে আসতে হবে। গতকাল শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ টি ভ্যালী রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত শ্রীমঙ্গল উপজেলা সনাক, ইয়েস ও এসিজি’র সমন্বয় সভায় এসব কথা বলেন বক্তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর আয়োজনে সনাক, ইয়েস ও এসিজি সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল উপজেলা সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য এর সভাপতিত্বে ও সদস্য মো. দেলোয়ার হোসেন এবং টিআইবি সিলেট ক্লাস্টার এর কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সনাকের সহসভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, কবিতা রাণী দাশ, সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমেদ, ইয়েস আহবায়ক জিডিশন প্রধান সুছিয়াং, সদস্য শাহ আরিফ আলী নাছিম এবং সৈয়দ ছায়েদ আহমেদ প্রমুখ। সমন্বয় সভায় সনাকের বিভিন্ন উপকমিটির এসিজি সদস্য, ইয়েস সদস্য ও সনাক সদস্যগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী সমন্বয় সভায় শ্রীমঙ্গল সনাকের বিগত বছরের অর্জন, চ্যালেঞ্জ এবং চলমান বছরের পরিকল্পনা ও করণীয় উপস্থাপন করেন সনাকের শ্রীমঙ্গল এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী। সমন্বয় সভায় সদস্যবৃন্দের সাথে বিগত বছরের সফলতা, চ্যালেঞ্জ, বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরা, চলমান বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন এবং স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণ, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান এবং সদস্যবৃন্দের কার্যকর অংশগহণবৃদ্ধিতে প্রেরণা তৈরী ও সদস্যবৃন্দের আন্ত:সম্পর্ক বৃদ্ধিকরণ আলোচনা ও গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল উপজেলা সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচায।