নাটোরে এই প্রথম জেলা প্রশাসনের আয়োজনে ১৪ জন দৈনিক সংবাদপত্র বিপননকারীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার নাটোর সার্কিট হাউজ প্রাঙ্গনে দৈনিক সংবাদপত্র বিপননকারীদের হাতে সাইকেলের চাবি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি। এ সময় বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে ২০৪১ সালের মধ্যে উন্নত, স্মার্ট, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলেন। সেই নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪ জন দৈনিক সংবাদপত্র বিপননকারীদের মাঝে এই বাই-সাইকেল বিতরণ করা হ’লো। কারণ সংবাদপত্র যদি পায়ে হেঁটে বিতরণ করতে হয় তাহলে সেটাতো স্মার্ট বাংলাদেশ হলো না। তাই এই ১৪ জন দৈনিক সংবাদপত্র বিপননকারীদের (হকার) মাঝে এই বাই-সাইকেল বিতরণ করা হ’লো। সাথে সাথে মাঠ পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করার একটি উদাহরণ করেছেন নাটোরের জেলা প্রশাসন। এই বাইসাইকেল পেয়ে সংবাদপত্র বিপননকারীরা বেশ খুশি। তারা বলেন তাদের বাই-সাইকেল না থাকায় সময়মত সংবাদপত্র পৌঁছাতে পারেন না। জেলা প্রশাসনের কাছ থেকে এই বাই-সাইকেল পেয়ে তারা হাতে স্বর্গ পেয়েছেন। এখন তারা সময়মত সংবাদপত্র পৌঁছাতে পারবেন। পরে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি নাটোরের স্বপ্নকলি স্কুলের ১৩০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী (১০ কেজি করে চাল) বিতরণ করেন। এ দু’টি অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, ডিডি এলজি আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।