শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম ::

চকরিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ চকরিয়া ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। ফিতা কেটে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়ার সাংসদ আলহাজ্ব জাফর আলম এমপি। পরে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাতুজ্জামান দিপু, উপজেলা কৃষি অফিসার মোঃ এস এম নাসিম উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক চৌধুরী জেসি, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল জব্বার, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন, সিনিয়র সহ সভাপতি মনির আহমদ। এর আগে প্রধান অতিথি জাফর আলম এমপিসহ অতিথিবৃন্দ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল সরেজমিন ঘুরে ফিরে পরিদর্শন করেন। এসময় সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, সাংবাদিক শাহজালাল শাহেদ, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী স্টলে ২০ সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন প্রজাতির প্রাণি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রাণিসম্পদ পরিচর্যায় সফল ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com