শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম ::

ফটিকছড়ির গহীন অরণ্যে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ পাহাড়ি সন্ত্রাসী আটক

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়ির গহীন অরন্য থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৫ পাহাড়ি সন্ত্রাসী আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক ৫জন পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ ‘মগ লিবারেশন পার্টি’র সদস্য বলে দাবি পুলিশের। ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী কাঞ্চননগর ইউনিয়নের দুইল্যাছড়ি ও বটতলীর এলাকায় শনিবার অভিযানের সময় এ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত সাড়ে ৩টা থেকে টানা ১০ ঘণ্টা এ অভিযান চালানো হয় সেনাবাহিনীর সদস্যরা। অভিযান শেষে দুপুরে গ্রেফতারকৃতদের মানিকছড়ি সেনা ক্যাম্পে আনা হয়। সেখানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদের বিবরণ উপস্থাপন করা হলেও গ্রেফতারদের পরিচয় জানানো হয়নি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ অভিযানের ব্যাপারে কেউ কোনো বক্তব্য দেননি। উপস্থাপন করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি একে-৪৭ রাইফেল, চারটি মর্টার, একটি পয়েন্ট ২২ এমএম রাইফেল, এম-১ রাইফেল একটি, ৫ জোড়া সেনা পোশাক, চায়না পিস্তল ১টি, এলজি শর্ট ব্যারেল ১টি, এলজি রাইফেলের ৩৬টি, একে-৪৭ রাইফেলের গুলি ৭টি, এম-১ রাইফেলের গুলি ২৪টি, ৬টি মোবাইল সেট, ১১০ ভারতীয় মুদ্রা, ২টি ওয়াকিটকি, ৬টি বাউন্ডার, মাইন তৈরির সরঞ্জামাদি ও ৩৭টি কাঁচের বোতল। পুলিশ জানায়, অভিযানে পুলিশ ছাড়াও গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা ছিলেন। লক্ষ্মীছড়ি সেনা জোন মানিকছড়ি উপজেলার তিনট্যহরী ইউনিয়ন ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সীমান্তবর্তী দুইল্যাছড়ি, বটতলী গহীন অরণ্যে অস্ত্রধারীরা অবস্থান করছে। সকাল ১১টায় একটি বসত ঘরের চৌকির নিচে স্তুপ করে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ দেখতে পায় যৌথ বাহিনীর সদস্যরা। পরে সেগুলো উদ্ধার এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করার পর গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com