পটুয়াখালীর দশমিনায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী ১০ জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবপস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক মো. রাকিব হাসান, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম তালুকদার প্রমুখ। দশমিনা উপজেলায় চলতি বছর ১ শত জেলেদের মাঝে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়।