সারা দেশের ন্যায় আজ নোয়াখালীতে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এই জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই স্লোগানকে সামনে রেখে ০১ মার্চ ২০২৩ ৪র্থ বারের মতো জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বীমা দিবস উপলক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সকাল ১০ঃ০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে জাতীয় বীমা দিবসের শুভ উদ্বোধন করেন। পরে নোয়াখালীতে সরকার অনুমোদিত সকল বীমা কোম্পানির ও জেলা প্রশাসকের ব্যানারে র্যালী উদযাপিত হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে জাতীয় বীমা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী। আলোচনা সভায় বিভিন্ন বীমা কোম্পানীর দায়িত্বরত কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন বীমা প্রতিটি ব্যাক্তির জন্য একটি নিরাপদ স্থান। প্রতিটি ব্যাক্তিকে বীমার আওতায় আনা অত্যান্ত জরুরি। এই বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করে তুলতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ বীমার প্রতি যে অনাস্থা রয়েছে সঠিকভাবে সেবা প্রদান করে আস্থা ফিরিয়ে আনতে হবে। বীমা গ্রাহকদের বীমা দাবি যথাযথ সময়ে পূরণ করতে হবে। তাহলে সাধারণ মানুষ স্ব-প্রনোদিত হয়ে বীমা করবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন-আপনারা সরকারের সকল নিয়ম মেনে সঠিকভাবে বীমায় কাজ করলে সাধারণ মানুষ অধিক আগ্রহে বীমা করবে। যদি কোন বীমা গ্রাহক প্রতারিত হয় তাহলে আমি প্রতারিত বীমা গ্রাহকের পক্ষে কাজ করবো। জাতীয় বীমা দিবসে “পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ “নোয়াখালী শাখার সকল দায়িত্বশীল কর্মকর্তাগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে জাতীয় বীমা দিবসকে সৌন্দর্যমন্ডিত করে তুলেছেন। উক্ত ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন-মোঃ বিল্লাল-নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক, শাহ মুহাঃ আব্দুল হক-প্রকল্প ইনচার্জ ইসলামী বীমা তাকাফুল প্রকল্প, শাহ মুহাঃ ওবাইদুল হক-ইনচার্জ নোয়াখালী সার্ভিস সেল, মোঃ মাষ্টার নুর নবী-আল-আমীন বীমা নোয়াখালী সার্ভিস সেল, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ সহ অনেক কর্মকর্তা বৃন্দ।