শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম ::

হত্যা চেষ্টা মামলা ফটিকছড়িতে ছাত্রলীগ নেতাসহ ৪ আসামী কারাগারে, প্রতিবাদে বিক্ষোভ

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের হত্যার চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতাসহ চার আসামীকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। এক আসামী পলাতক রয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভুইয়া তাদেরকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরনের আদেশ দেন। জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন গত বছরের ৮ ডিসেম্বর জেলার ফটিকছড়ির কাঞ্চননগরে একটি মাদরাসার জমির বিরোধ নিয়ে মাদরাসার জমি দাতা আলী আকবর চৌধুরীর উপর হামলা করে ছাত্রলীগ নেতা তানভীরের নেতৃত্বে স্থানীয় দুষ্কৃতিকারীরা। এতে আলী আকবর চৌধুরীসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। এঘটনায় চট্টগ্রাম জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর আদালতে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তানভীরসহ পাঁচজনকে আসামী করে হত্যার চেষ্টার অভিযোগে সি-আর মামলা করেন আলী আকবর চৌধুরী। এদিকে, হত্যা চেষ্টার মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া ৪ ছাত্রলীগ ও যুবলীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সর্বস্তরের এলাকাবাসী। কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি পিন্টু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাগির হোসেন, সফিউল আজম, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, যুবলীগ সভাপতি রবিউল হক চৌধুরী মাসুদ, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, সহ-সভাপতি মঈন উদ্দিন আশেক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নজরুল খান, যুগ্ম সম্পাদক পিকলু দে বাবু, মনসুর, ছাত্রলীগ নেতা প্রশান্ত দে, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত, রাকিব, ইমামসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে আসাদুজ্জামান তানভীরসহ ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দকে বিতর্কিত করতেই এ মিথ্যা মামলা দেয়া হয়েছে। বক্তারা অবিলম্বে গ্রেফতার এ চার নেতার মুক্তি দাবী করেন। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসুচী ঘোষনা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com