শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

ধনবাড়ীতে আসলাম হোসাইনের যোগ দানে কমেছে জনভোগান্তি বৃদ্ধি পেয়েছে জনসেবা

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার এক জনবান্ধব নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসলাম হোসাইন এর ব্যতিক্রম কর্মোদ্যম, সৎ ও দায়িত্বশীলতা প্রত্যন্ত এ ধনবাড়ী উপজেলায় দিন দিন যোগ হচ্ছে উন্নয়নের নতুন মাত্রা। তাঁর সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। ‘জনসেবাই জনপ্রশাসন’ এ বাক্যটির বাস্তব উদাহারণ যেন (ইউ এন ও) মোঃ আসলাম হোসাইন । সরকারি দায়িত্বের পাশাপাশি উপজেলার বিভিন্ন হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীর পাশে সহোযোগিতার হাত বাড়ানো প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে টাংগাইলের ধনবাড়ী উপজেলার(ইউএনও) মোঃ আসলাম হোসাইন এর। শারীরিক ভাবে সুস্থ্য থেকে এভাবেই তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। যোগদানের মাত্র এক বছরের মাথায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। টাংগাইল জেলার শেষ সীমানা ঘেঁষা উত্তরের জনপদ ধনবাড়ী উপজেলা প্রশাসনে কর্মরত আছেন (ইউএনও) মোঃ আসলাম হোসাইন। সৎ-সাহস ও সদিচ্ছা থাকলে একজন মানুষই যে আস্ত সিস্টেমকে বদলে দিতে পারেন তা প্রমাণ করে দিয়েছেন তিনি। যোগদানের বছর পার হতে না হতেই উপজেলা পরিষদ পুকুরের পাড়ে পাকা ঘাট, বসার জায়গা, পুকুরের চারপাশে নারকেল গাছ রোপন এবং বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন, সৌন্দর্যবর্ধিত বাতি স্থাপন, পুকুরের চার পাশ নতুন রুপে নির্মাণ করা। যা পুরো উপজেলা পরিষদ ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করে অবকাশ বিনোদন কেন্দ্রে (মিনি পার্কে) রুপান্তরিত করেছে। এছাড়া আরও তার উল্লেখ্যযোগ্য কাজ সমূহ হলো: উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ এবং সৌন্দর্য বর্ধন কাজ করা, পরিষদের ভিতরে সমস্ত কোয়াটার সংস্কার ও রং করা, চলাফেরায় অক্ষম প্রতিবন্ধী ও অসহায় পঙ্গু ব্যক্তিকে ১টি করে হুইল চেয়ার প্রদান, এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবরূপ দান। বীরতারা ইউনিয়নের রাজার হাট খোলায় ২জন, ভিক্ষুক কে ২টি দোকান ঘরের তৈরি করে দেন। পৌর শহরে ৯০ বছর বয়সী এক বৃদ্ধ গরীব অসহায় ব্যক্তি কে নলকূপ প্রদানসহ আরো অনেক হতদরিদ্রকে নলকূপ স্থাপনের ব্যবস্থা করে দেয়া। উপজেলা পরিষদে ১টি বাইসাইকেল স্ট্যান্ড নির্মাণ। উপজেলা ক্যাম্পাস এর ভিতর বেচেলর অফিসারদের জন্য থাকা ৪টি ইউনিট সম্বিলিত জরাজীর্ণ কোয়াটা সংস্কার বৈদ্যুতিক ওয়েরিং, প্লাষ্টার মেরামত, খাওয়ার ডাইনিং ও রংকরণ করা। অনেক গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে সহযোগিতা এবং গরীব অসহায় হতদরিদ্র, বিজয় দিবস উপলক্ষে ১’শ জন নারীকে সেলাই মেশিন দেয়া এবং পারিবারিক স্বচ্ছতার জন্য অনেক অসহায় নারীদের মাঝে হাঁস-মুরগী ও ছাগল বিতরণ। পাঁচ জন হতদরিদ্র বেকারকে দোকান করার জন্য ঘর নির্মাণ করে দেয়া। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৫’জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিকভাবে ভর্তি হতে সহযোগিতা করা। জনবান্ধব ইউএনও মোঃ আসলাম হোসাইন এ ব্যতিক্রম কর্মোদ্যম, সৎ ও দায়িত্বশীলতা প্রত্যন্ত এ উপজেলায় দিন দিন যোগ হ্চ্ছে উন্নয়নের নতুন মাত্রা। তাঁর সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। কথাবার্তায় মার্জিত ও আচরণে অত্যন্ত ভদ্র এই মানুষটি মাত্র এক বছরেরও কম সময়ে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন। সর্বস্তরের মানুষের ভালোবাসা, অভিযোগ ও আশ্রয়স্থলের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ইউএনও মোঃ আসলাম হোসাইন। বিভিন্ন জাতীয় দিবসগুলো জমকালো এবং দৃষ্টিনন্দন করে পালন করার নজির সবার মুখে মুখে। উপজেলাজুড়ে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানেও তার উপস্থিতি চোখে পড়ার মতো। একজন সরকারি কর্মকর্তার প্রতি সাধারণ মানুষের এতটা আবেগ, এতটা ভালোবাসার বলে শেষ করা যাবেনা। মোঃ আসলাম হোসাইন যোগ দানে কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। ধনবাড়ী উপজেলাকে একটি উন্নত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। জনবান্ধব এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সৎ জনপ্রতিনিধি ও সমাজের বিচক্ষণ ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com