সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন

হাতিয়ায় মোহাম্মদ আলী কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন আলী বাজার সংলগ্ন মোহাম্মদ আলী কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, উপদেষ্টা, মোহাম্মদ আলী কলেজ, হাতিয়া, নোয়াখালী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ কেফায়েত উল্যাহ,ভাইস চেয়ারম্যান, হাতিয়া উপজেলা পরিষদ, হাতিয়া, নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ আখতার হোসাইন, চেয়ারম্যান, ১ নং হরণী ইউনিয়ন পরিষদ, হাতিয়া, নোয়াখালী। মোঃ আজহার উদ্দিন, চেয়ারম্যান, ২নং চানন্দী ইউনিয়ন পরিষদ, হাতিয়া,নোয়াখালী। মোঃ তৌহিদুল ইসলাম তছলিম, সদস্য নির্বাহী কমিটি, মোহাম্মদ আলী কলেজ, হাতিয়া, নোয়াখালী। মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাতিয়া উপজেলা আওয়ামীগ, হাতিয়া, নোয়াখালী। কাজী মোহাম্মদ জিয়াউর রহমান, মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার, ১নং হরণী ইউনিয়ন পরিষদ, হাতিয়া, নোয়াখালী। আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ও হরণী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও অভিভাবকবৃন্দ। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক বলেন-হাতিয়া উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়নের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য “মোহাম্মদ আলী কলেজ” শিক্ষার বাতিঘর।অত্র অঞ্চলের শিক্ষার্থীরা হাতিয়া উপজেলা থেকে বিচ্ছন্ন হওয়ায় উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে অনেক শিক্ষার্থী।সেই দিকে লক্ষ্য রেখে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী অত্র অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি কলেজ নির্মানের সিদ্ধান্ত নেন।সেই সিদ্ধান্ত মোতাবেক ২০২১ সালে সম্পুর্ন নিজ অর্থায়নে “মোহাম্মদ আলী কলেজ” টি প্রতিষ্ঠা করেন। আজ তা পরিপূর্ণতায় লাভ করতে যাচ্ছে।প্রধান আলোচকের বক্তায় মোঃ কেফায়েত উল্যাহ বলেন-অত্র অঞ্চলের জন্য “মোহাম্মদ আলী কলেজ”একটি আশির্বাদ। কারণ হাতিয়ার এই দুইটি ইউনিয়নে কোন কলেজ না থাকায় ছাত্র/ছাত্রীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত ছিলো। আজ এই অঞ্চলে “মোহাম্মদ আলী কলেজ” প্রতিষ্ঠা হওয়ায় উচ্চ শিক্ষার সুযোগ হয়েছে এবং শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে নবীন ছাত্র/ছাত্রীদের শিক্ষামূলক উপদেশ দিয়েছেন। উক্ত নবীনবরণ অনুষ্ঠানে’র সভাপতিত্ব করেন, মোহাম্মদ আজমির হোসেন, অধ্যক্ষ-মোহাম্মদ আলী কলেজ, হাতিয়া, নোয়াখালী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com