বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক আলহাজ্ব তৌহিদুল আনোয়ার বলেন, “মানবতার মুক্তির মিশন নিয়ে মহানবী (সা:) এর আবির্ভাব হয়েছে। বিশ্বনবীর আদর্শ পৃথিবী-জাহানের জন্য মহান দৃষ্টান্ত ও সর্বোত্তম পাথেয়। তাঁকে অনুসরণ ও অনুকরণের মধ্যেই আমাদের ইহকাল ও পরকালের শান্তি নিহিত। এইসব মক্তবগুলো আমাদের দ্বীনের প্রাথমিক খুঁটি হিসেবে নবীজী (সা:) এর আদর্শ ধারণ করতে শিক্ষা দেয়।” গত ০৪ মার্চ, শনিবার চট্টগ্রাম লোহাগাড়ায় আধুনগর ইউনিয়নের আল্লামা শফিক আহমদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শাহ্ জব্বারিয়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রশিদেরঘোনা আদর্শ পাড়া শাহ্ আখতারিয়া জামে মসজিদের মাঠে আয়োজিত ১৯ তম বার্ষিক ইছালে সওয়াব ও সীরতুন্নবী (সা:) মাহফিলে খতমে কোরআন, খতবে বুখারী, খতবে খাজেখান, সূরা আন’আম পাঠ এবং দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করেন চুনতি হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হাফিজুল হক নিজামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দৈনিক দেশের কণ্ঠ এর চট্টগ্রাম ব্যুরো চীফ প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। মাওলানা জিয়াউল করিমের অনুষ্ঠান পরিচালনায় অধিবেশ অনুসারে সভাপতিত্ব করেন, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা নুরুল আবছার ও মাওলানা ছরওয়ার কামাল। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব এরফানুল করিম চৌধুরী, দৈনিক সময়ের কাগজের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক কলামিস্ট আলহাজ্ব নূর মোহাম্মদ রানা। মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মুহাদ্দিস হাফেজ মাওলানা শাহ আলম, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামি। ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন, চকরিয়া কাকারা শাহারবিল ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিউল হক জিহাদী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা নেজাম উদ্দীন, সাতকানিয়ার আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলনা জাফর সাদেক ইকবাল। মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন, হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শাইখুল হাদিস, আলহাজ্ব মাওলানা হাফেজ শাহে আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহ জাহান, উপজেলা মানবাধিকার কমিশনের অধ্যাপক হামিদুর রহমান, পীর সাহেব কেবলা শাহ মাওলানা নাছেরুল হক চিশতী, ফাউন্ডেশন ও পাঠাগারের পরিচালক শাহেদুল আনোয়ার সাদ সহ-পরিচালক ব্যাংকার আবু সায়েদ ও ইঞ্জি. মামুন উদ্দীন প্রমুখ। সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী ও মাহফিলের আহ্বায়ক হোছাইন কবিরের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি শাহাব উদ্দীন, সদস্য সচিব আকিব, উপদেষ্টা সাজ্জাদ, মিজান বিন ইসলাম, মোহাম্মদ শফি, জিয়াবুল ও ফুয়াদ আবরার প্রমুখ। মাহফিল শেষে আগত প্রায় ২ হাজার শ্রোতা-মেহমানদের খাবারের বিশেষ আয়োজন করা হয়।