কুমিল্লা-১ আসনের টানা ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়ার সুযোগ্য সন্তান টানা দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তর মানুষের ভালোবাসায় শিক্ত হলেন দেশের নবনির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। জানা যায়, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সারা বাংলাদেশের উপজেলা চেয়ারম্যানদের মধ্যে মেজর মোহাম্মদ আলী সুমন শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সোমবার ৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মামুনুল আলমের স্বাক্ষরিত একটি চিঠিতে, আগামী ১২ ই মার্চ প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক ২০২২শে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করতে তাকে আমন্ত্রণ জানানো হয়। এর আগে তিনি কুমিল্লা জেলার মধ্যে তিনবার ও চট্টগ্রাম বিভাগে দুইবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এমন সংবাদ চলতি সপ্তাহের রবিবার ৫ ই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখা যায়। রবিবার বিকাল থেকে এই সংবাদ লিখা পর্যন্ত তার সরকারি বাসভবন পায়ড়াতে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসতে দেখা গেছে দাউদকান্দি উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের। এছাড়া সোমবার দুপুর দুইটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খোজ নিয়ে জানা যায়, তিনি তার নির্বাচনী এলাকার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শতভাগ রঙিন বই নিশ্চিতকরণ, স্কুল ড্রেস, ক্রীড়া সামগ্রী বিতরণ, বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, ইন্টারনেট সংযোগসহ নানা রকমের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এর ফলে উপজেলাটিতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার শূন্যের কোঠায় নেমে এসেছে। শতভাগ স্কুলে ল্যাপটপ, মডেম, ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। তাঁর উদ্যোগে উপজেলায় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে ২০১৬ সাল থেকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি জাতীয় সংসদ ভবন, ধানমন্ডি বঙ্গবন্ধু জাদুঘরসহ দেশের দর্শনীয়স্থানে শিক্ষাসফর চলমান রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, কয়েক বছর যাবৎ সরকারি নির্দেশনায় দেশের অন্যান্য উপজেলার মত দাউদকান্দি উপজেলায় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতার মাধ্যমে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হয়েছিল। কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য শুধু স্থানীয় সহযোগিতায় মিড ডে মিল স্থায়ী করা যায় না। তাই মিড ডে মিল স্থায়ী করার লক্ষ্যে মেজর মোহাম্মদ আলী দাউদকান্দি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ জানুয়ারি ২০১৭ সালে নতুন বই বিতরণের সময় প্রতিটি শিক্ষার্থীকে বিনামূল্যে ১টি করে টিফিন বক্স প্রদান করেন। ইতোমধ্যে তিনি শিক্ষার্থীদের ৩০,০০০ টিফিন বক্স বিতরণ করেছেন। নতুন টিফিন বক্স পাওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিরতির সময় বাড়িতে যাওয়ার প্রবণতা বন্ধ হয়েছে এবং তাদের দৈনিক উপস্থিতি সুনিশ্চিত হয়েছে। দাউদকান্দি উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতায়ন করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করার পদ্ধতি চালু করাসহ প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে অসামান্য আবদান রাখা, প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ, পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের মাঠ ভরাট, প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বিনোদন ও খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানান অবদানের জন্য দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ২০১৬ সালে প্রথমবারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হন। ২০১৭ সালেও জেলায় এবং চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান পদকে ভূষিত হন তিনি। ব্যক্তিগত পর্যায়ে যে সকল ব্যক্তি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকতা, জনপ্রতিনিধি ও শিক্ষকদের জন্য নিয়মিত শিক্ষা পদকের ব্যবস্থা করেছেন তিনি। এ ছাড়া করোনার সময় তিনি দাউদকান্দি টোলপ্লাজা, উপজেলার বাস স্ট্যান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজারে করোনার সংক্রমণ রোধে ব্যাপক কাজ করেছেন। মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন: বাবার পথ ধরে জনসেবা করার স্পৃহা ও সুপ্তবাসনা থেকে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে জনগণের বন্ধু হতে রাজনৈতিক ময়দানে আসলেন তাঁরই সুযোগ্য তনয় মেজর(অব.) মোহাম্মদ আলী। তিনিও সহজে জয় করে নিতে লাগলেন মানুষের মন। এ নিয়ে তিনি টানা দ্বিতীয় মেয়াদে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন, অত্যান্ত নিষ্ঠার সাথে তিনি জনগণের মন জুগিয়ে কাছ করছেন। জনসেবা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়। করোনাকালীন সময়ে জনগণের কাছে গিয়ে করোনা প্রতিরোধে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। হয়েছেন জনতার প্রিয় মানবিক উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্নহীনদের ঘরে ঘরে নিজেই পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। অসীম সাহসিকতার সাথে তিনি যেকোনো দুর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষের পাশে থাকেন। প্রথমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেম, যা এক বিরল সম্মাননা এই উপজেলাবাসিকে তিনি উপহার দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর করোনাকালীন সময়ে বীরত্বগাঁথা অবদানের জন্য তিনি চ্যানেল আই থেকে ‘শ্রেষ্ঠ সমাজসেবক’ এ্যাওয়ার্ড পেয়েছিলেন। আগমীর স্থানীয় রাজনীতিতে তাঁর এই সুচিন্তা ও কার্যক্রম তাঁকে নিঃসন্দেহে ভালো অবস্থানে নিয়ে যাবে। তাঁর দুরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্ব দিনদিন তাঁর রাজনৈতিক অবস্থান ও স্থানীয় আ.লীগসহ এর সহযোগী অঙ্গসংগঠন অনেক শক্তিশালী। মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের স্মার্ট, সোনার বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের বিকল্প নেই। তাই বর্তমান শেখ হাসিনার সরকার অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার কল্যাণে কাজ করে ব্যাপক উন্নয়ন করেছে। দলমতের ঊর্ধ্বে উঠে এ উপজেলার সকল বিদ্যালয়ে ল্যাপটপ, ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এ গৌরব আমার একার নয়, আমার প্রাণপ্রিয় দাউদকান্দিবাসীর ভালোবাসা ও তাদের সহযোগিতায় আজ আমি দেশ সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সৃষ্টিকর্তা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি দাউদকান্দি ও মেঘনা উপজেলাবাসীর সেবা করে যাবো ইনশাআল্লাহ।