ভারতীয় উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত উত্তর চাঁদশী গ্রামের শারদাঞ্জলি গীতা নিকেতন এবং সার্বজনীন রাধা-কৃষ্ণ ও কালী মন্দির পরিদর্শন করেছেন। ভারতীয় হাই-কমিশনে গীতা স্কুল ও মন্দিরে অনুদানের জন্য স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে তিনি পরিদর্শনে আসেন। এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, মন্দির কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী সহ অন্যান্যরা। মন্দির কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী বলেন, শারদাঞ্জলি গীতা নিকেতন এবং সার্বজনিন রাধা-কৃষ্ণ ও কালী মন্দির উন্নয়নের জন্য গত ১৫ দিন পূর্বে ভারতীয় হাই-কমিশনে আবেদন করা হয়েছিলো।