শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান পদে কমডোর আরিফ আহমেদ মোস্তফার যোগদান

ইকবাল হোসেন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান পদে কমডোর আরিফ আহমেদ মোস্তফা ০৬/০৩/২০২৩ ইং যোগদান করেছেন। তিনি কমডোর (বর্তমানে রিয়ার এ্যাডমিরাল) গোলাম সাদেক এর স্থলাভিষক্ত হন। ১৯৯২ সনে নৌবাহিনীতে কমিশন প্রাপ্তির পর দীর্ঘ ৩০ বৎসর কাল বর্ণাঢ্য কর্মজীবনে কমডোর আরিফ বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ এবং স্টাফ অফিসার হিসেবে কর্মরত থেকে অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া বর্তমান পদবীতে তিনি সশস্ত্র বাহিনী বিভাগে মহাপরিচালক, সামরিক ও বেসামরিক সংযোগ পরিদপ্তর ও নৌ-সদরে ড্রাফটিং অথরিটি হিসেবে কর্মরত ছিলেন। নবনিযুক্ত চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সর্বশেষ বাংলাদেশ নৌবাহিনীর সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর সেনা নিবাসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) হতে মিলিটারী ষ্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ০৩(তিন) পুত্র সন্তানের জনক। ব্যক্তি জীবনে তাঁর সহধর্মিণী সোনিয়া হাসান এবং তিনি ০৩(তিন) পুত্র সন্তানের জনক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com