অভিনেত্রী ও নির্মাতা রাশেদা আক্তার লাজুক। শোবিজে তার পথচলা শুরু অভিনয় দিয়ে। এখন তাকে অভিনয় না দেখা গেলেও নির্মাণে ব্যস্ত তিনি। এদিকে লাইট-ক্যামেরার পাশাপাশি সংসারও সামলাতে হয় তাকে। আজ বিশ্ব নারী দিবসে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিশেষ এই দিনটিতে তিনি জানান, ৪২ জন পুরুষ প্রার্থীর মধ্যে একমাত্র নারীপ্রার্থী লাজুক। আগামী ১০ মার্চ (শুক্রবার) ডিরেক্টরস গিল্ড’র নির্বাচন। এই নির্বাচনে এস এ হক অলিক-ফরিদুল হাসান প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন তিনি।
কেন নির্বাচনে অংশ নিয়েছেন জানতে চাইলে লাজুক বলেন, এবারই প্রথম নয়, এর আগেও ডিরেক্টরস গিল্ড’র কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। পরে আর নির্বাচন করা হয়নি। তবে এবার উপলব্ধি করছি আমার আবারো নির্বাচনে অংশ নেয়া উচিত। নির্মাতাদের উন্নয়ন, সংগঠনকে এগিয়ে নেয়া ও সার্বিক বিষয় বিবেচনা করেই আমি প্রার্থী হয়েছি। লাজুক বলেন, আমার দৃষ্টিতে একজন পরিচালকই প্রকৃত হিরো। কাজের ক্ষেত্রে সকল শিল্পী ও কলাকুশলীরা নির্মাতার অলঙ্কার। দুঃখজনক হলেও সত্যি আমরা সেই জায়গাটা হারিয়ে ফেলেছি।আমার শশুর চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনসহ সে সময়ের গুণী নির্মাতারা সবাইকে সঙ্গে নিয়ে দাপটের সাথে কাজ করত।আমি নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে নির্মাতাদের সেই অবস্থান ফিরিয়ে আনবো।আমার দর্শনে কোন নির্মাতা ছোট কোন নির্মাতা বড় হয় না।শুধু কন্টেন্টের পার্থক্য হয়।আমি পরিচালকের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি।’ লাজুক দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের বড় সন্তান প্রযোজক, নির্মাতা ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুলের সহধর্মীণি।