শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম ::

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে  মানব বন্ধন

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩

বিএনপির ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ও  মহানগর বিএনপির যৌথ উদ্যোগে শনিবার সকালে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ  সমাবেশ ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির আহবায়ক এ্যাডভোকেট  সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে  এক  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসিরউদ্দীন অসীম, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ সেলিমুজ্জামান সেলিম জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ চৌধুরী , ফরিদপুর জেলা বিএনপির  সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুবদল নেতা জাহিদুর রহমান, মোরাদ হোসেন তালুকদারসহ জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। উক্ত মানব বন্ধন কর্মসূচীতে বক্তারা বর্তমান সরকারের নানামূখী কাজের সমালোচনা করেন। তারা বলেন এই সরকার ক্ষমতায় আসার পর বিএনপি নেতা কর্মীদের উপর ? হামলা হামলা দিয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় ? দ্রব্যমূল্যের দাম বাড়ছে সেদিন তাদের কোনো লক্ষ নেই। তারা শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত। এভাবে দেশ চলতে দেয়া যায় না। তারা  অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি,আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধাীনে করা ও  ঘোষিত দশ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com