শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::

চাটখিল-সোনাইমুড়ীতে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে ২০হাজার দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ শুরু

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩

একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ২০ হাজার দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ৬নং পাঁচগাও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ও বিকেলে চাটখিল উপজেলা পরিষদ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বিকেলে চাটখিল উপজেলা পরিষদ মাঠে চাটখিল পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় উক্ত বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল,চাটখিল পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, সাবেক ছাত্রলীগ আহবায়ক রাজিব হোসেন রাজু প্রমূখ। সভায় একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন আসন্ন রমজানে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) সংসদীয় এলাকার ২০হাজার পরিবারের মাঝে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তারমধ্যে পর্যায়ক্রমে চাটখিলে ৯হাজার এবং সোনাইমুড়ীতে ১১হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com