নরসিংদীর রায়পুরা উপজেলা রাজপ্রসাদ-মামুদপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১মার্চ)দিনব্যাপী অত্র বিদ্যালয় চত্বরে অত্যন্ত সুন্দর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন, মুক্তিযুদ্ধের বাস্তবতার আলোকে চিত্র প্রদর্শনী, কুচকাওয়াজ, খেলাধুলা সহ বেশ কয়েকটি ইভেন্ট তুলে ধরেন শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। তিনি অত্র বিদ্যালয়ে নতুন একটি ভবন করে দেওয়ার আশ্বাস দেন এবং বিদ্যালয়ে ভিতরে যাতে শিক্ষকও ছাত্রদের মাঝে কোনো প্রকার দলীয় রাজনীতি না চলে সে বেপারে শিক্ষকদের হুশিয়ারি করে দেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজপ্রসাদ-মামুদপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-বিশিষ্ট শিক্ষানুরাগী কল্পনা রাজিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাড. ইউনূস আলী ভূঁইয়া, যুগ্মসাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, পৌর মেয়র জামাল মোল্লা, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাঃ মনিরুজ্জামান মনির, রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, রায়পুরা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সরকার, নরসিংদী জর্জকোর্টের এপিপি খন্দকার হালিম, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন খন্দকার মিতুল, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমীন ভূঁইয়া মাসুদ, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সেক্রেটারি ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, মহেশপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়া, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে রাজপ্রসাদ-মামুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ হোসেন সিদ্দিকীর শুভেচ্ছা বক্তব্যের পর এবং সহকারি শিক্ষক বজলুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।