ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর আয়োজনে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৮ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিপিএফ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শারমিন শাপলাসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, প্রতিদিন অফিস-আদালতে, সংসারে, সমাজে সর্বক্ষেত্রেই যুদ্ধ করতে হয় নারীদের। সেই নারীদের অধিকার আদায়েও যুদ্ধ করতে হয়। তবে অধিকার কেউ কাউকে দেয়না। যোগ্যতা অর্জনের মাধ্যমে তাদের অধিকার আদায় করে নিতে হবে। প্রযুক্তি উদ্ভাবনীতে সম্ভাবনার বাংলাদেশে নারী-পুরুষেরর মাঝে সম্প্রীতি বজায় রেখে সমান তালে কাজ করে যেতে হবে।