বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্র, চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চত্তরে গিয়ে র্যালিটি শেষ হয়। পরে উপজেলা কিন্ডার গার্ডের স্কুলের হলরুমে আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালত ও ভোকেশনাল প্রশিক্ষন কেন্দ্রের সভাপতি জেমস মৃদুল হালদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের তাৎপর্য তুলে সভায় বক্তব্য রাখেন, মধ্যপাড়া এতিম খানার সভাপতি মার্থা হালদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ওমর আলী সানি, আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা, প্রচার সম্পাদক মোঃ ইদ্রিস খান, মানিক হাওলাদার, কিন্ডার গার্ডেন স্কুল প্রধান শিক্ষক জন ম্যানুয়েল অরুন ভট্টাচার্য, হান্না হালদার, প্রিন্স রিপন হালদার, ইভা হালদার, রথিন হালদার, কালাচাঁদ বাড়ৈ, প্রধান হিসাব রক্ষক মিঃ কমল আইচ, সুমি বাড়ৈ, ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক বিপুল চৌধুরী, স্বাস্থ্যকর্মী আইরীন দিনা বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।