কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা বাস্তবায়নের দাবীতে ১১ মার্চ শনিবার ফেনীর ট্রাংক রোড়ে ফেনী জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আকবর হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া,জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন,পুলিশ দিয়ে আর দেশ পরিচালনা চলবে না এবং শেখ হাসিনার অধীনে এই দেশে আর কোন নির্বাচন হবেনা। তিনি বিএনপি ১০ দফা দাবী মেনে নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।