শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় এ প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। সকাল ১০টায় জিলা স্কুল প্রাঙ্গন থেকে শহরে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, রেড ক্রিসেন্টের উপপরিচালক মোঃ হায়দর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন।অনুষ্ঠান বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ বাস্তবায়নাধীন এরিয়া প্রোগ্রাম সার্বিক সহায়তা করে। শোভাযাত্রা ও আলোচনা সভায় অন্যান্যের মাঝে অংশ নেন ব্র্যাক, রেড ক্রিসেন্ট, ইসলামিক রিলিফ, ইএসডিও, সুশিলনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শতাধীক প্রতিনিধি।জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নাগরিকদের স্মাট হতে হবে। যে কোন দুর্যোগে ক্ষতির মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হলে আমাদের সবধরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব দুর্যোগ প্রস্তুতি ও মোকাবেলা বিশ্বের কাছে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। নাগরিকদের সচেতনতা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে সহজ হয়। তিনি বলেন আধুনিক তথ্য, প্রযুক্তির কল্যাণে আমরা সহজেই দুর্যোগের পূর্বাভাস আগে থেকেই পেয়ে যাই। ফলে প্রাণহানী থেকে শুরু করে ক্ষতির মাত্রা একেবারেই কম হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com