খিলগাঁও থানাধীন মেরাদিয়া লাল মিয়া হোটেলের পাশে গত ১০-৩-২০২৩ ইং সকাল ১০টায় জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় আইনজীবী, আত্মীয়, দায়িত্বরত শ্রমিক ও সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছে বলে জানাগেছে।
জমির মালিক আলমগীর রাহিম একজন প্রবাসী রেমিটেন্সযোদ্ধা। তিনি সাংবাদিকদের জানান, তিনি তার বৈধ জমিতে ঘর নির্মাণ করতে গেলেন নাসরিন আক্তার পপি ও তার সহযোগীরা দেশীঅস্ত্র দিয়ে বেপরোয়া ভাবে মারধোর করে তাদেরকে আহত করেছে। সন্ত্রাসীরা ভয়াবহ রূপ ধারণ করলে ৯৯৯ কল দিয়ে সহযোগিতা চাইলে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, আলমগীর রাহিম প্রবাসে থাকা অবস্থায় এ জমিটি ক্রয় করেন। বাংলাদেশে এসে জমিতে বাসা বাড়ি স্থাপন করতে এলে জমিটির পাশের বাসিন্দা নাসরিন আক্তার পপি ও তার সহযোগীরা বাধা প্রদান করে। কষ্টের উপার্জিত পয়সা দিয়ে নিজের জমিতে যেতে পারছেন না প্রবাসী। জমিতে গেলেই খুন-গুম করার হুমকি দিচ্ছে নাসরিন আক্তার পপি। এ বিষয়ে গতকাল খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে এ বিষয় জিজ্ঞাসা করলে তিনি জানান মারামারি ঘটনা সত্য। দুই পক্ষে মামলা দায়ের করেছেন। পপির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।