শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম ::

মঠবাড়িয়ায় প্রবাসী হত্যার অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন

গাজী মো. মাসুদ রানা (মঠবাড়িয়া) পিরোজপুর :
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ববিারোধের জের ধরে মো. আমিরুল ইসলাম হাওলাদার(৪২) নামের এক প্রবাসিকে কুপিয়ে হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসি। রবিবার সকালে উপজেলার চালিতাবুনীয় সরকারি প্রাথমকি বিদ্যালয় সম্মূখ সড়কে সহ¯্রাধিক বিক্ষুব্দ গ্রামবাসি ও শোকার্ত পরিবারের সদস্যরা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। এসময় গ্রামবাসি কালোব্যাজ ধারন করে প্রতিবাদে অংশ নেন। শেষে আসামীদের ফাঁসির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা মো. বজলুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. কবির হোসেন, শিক্ষক মো. মোকছেদ আলী, মাদ্রাসা শিক্ষক মো. সাইফুল্লা বিন জাকারিয়া, নিহত প্রাবাসি আমিরুল এর ভাই মো. নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও নিহত প্রবাসির স্ত্রী সীমা আক্তার প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্রেফতারকৃত আসামীদের দ্রুত বিচার করে ফাঁসির দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে তুচ্ছ ঘটনায় গভীর রাতে প্রবাসি আমিরুল নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারি পরিবারের আত্মীয় স্বজনরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকী দিয়ে আসছে। উল্লেখ্য, প্রবাসি আমিরুল ইসলাম গত ২১ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ববিরোধের জের ধরে সশস্ত্র একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই মাওলানা নুরুল ইসলাম বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো পাচঁ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় হত্যাকা-ে জড়িত গ্রেফতারকৃত স্থানীয় চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েত(৫০), তার ছেলে কলেজ ছাত্র তাহসিন আরবি(১৮), একই গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে নিরাজ মাহামুদ(১৭), ইউনুসের ছেলে মো. হোসাইন(১৭) কে দুই দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তারা হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেছে। পরে এ মামলায় এজাহারভূক্ত অপর আসামী আলিয়ার রহমান অলি(৪৫)কে ঢাকা থেকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে ঐ হত্যাকা-ে জড়িত এজাহারভূক্ত পাঁচ আসামী জেল হাজতে রয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ হত্যা-ে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com