শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::

ভূঞাপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাদিক্স ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা ডাঃ সাদিকের ব্যাক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে এ চিকিৎসা শিবিরে যতœসহকারে মুখের রোগ, মৌখিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদানের পাশাপাশি মেডিপ্লাস টুথপেষ্ট এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালের সৌজন্যে বিনামূল্যে ওষুধ, টুথব্রাশ, টুথপেস্ট ইত্যাদি বিতরণ করা হয়। এর পাশাপাশি মুখের ঘা এবং জ্বালাপোড়ায় ভোগা রোগীদেরও চিকিৎসা/পরামর্শ দেওয়া হয়। উক্ত ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে ৬ শতাধিক শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ডাঃ সাদিকের নেতৃত্বে ৪ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম আন্তরিকতার সাথে ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসক টিমের অন্যান্যরা হলেন ডা: ডাঃ এস এম ছাদিক, ডাঃ মির্জা শহিদুল ইসলাম, ডাঃ সন্জীব ভৌমিক, ডা: শামিমা হায়দার। এছাড়াও প্রতিভা ছাত্র সংগঠন নামের অনলাইন ভিত্তিক একটি সামাজিক সংগঠন থেকে রেজয়ানুল করিম রানার নেতৃত্বে নিলা,রুমা,সুজন,তামীম,মিলন,মুন্না,রিফাত সেচ্ছাসেবী র ভূমিকা পালন করে। সোমবার সকালে চিকিৎসা ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আশপাশের বিভিন্ন এলাকার নানা বয়সী নারী পুরুষ ও শিশুরা এখানে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকরাও আন্তরিকতার সাথে তাদের সমস্যাগুলো শুনে সে অনুযায়ী চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে ডা.সাদিক জানান, ‘এখানে ফ্রি ডেন্টাল ক্যাম্পের পাশাপাশি মুখের ঘা এবং জ্বালাপোড়ায় যারা ভুগছেন তাদেরকেও চিকিৎসা/পরামর্শ দেওয়া হয়। মূলত আমার ব্যাক্তিগত উদ্যোগে এবং আমার সহকর্মী ডাক্তারদের অনুপ্রেরনায় এ আয়োজন করা হয়েছে। বরাবরই আমাকে প্রতিভা ছাত্র সংগঠনপ্রচুর সহযোগিতা করে থাকে।এবারো তারা আমার সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com