শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

বরিশালের আগৈলঝাড়ায় মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

বরিশালের আগৈলঝাড়া মডেল মসজিদ ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ১৬ মার্চ সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে আগৈলঝাড়া ও বরিশাল জেলা সদরসহ দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগৈলঝাড়া উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বরিশাল সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম (এমপি), বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, পঙ্কজ দেবনাথ (এমপি), বেগম নাসরিন জাহান (এমপি), বেগম সৈয়দা রুবিনা আক্তার (এমপি), বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন-উল আহসান, উপ-পুলিশ মহাপরিদর্শক এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, ইমাম মোয়াজ্জেমসহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিলো পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) তিনি অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেনি। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে ইমাম প্রশিক্ষন কেন্দ্র, মৃত ব্যাক্তিদের গোসলের স্থান, ওজুখানা, পুরুষ ও মহিলাদের আলাদা নামাজের স্থান, প্রতিবন্ধীদের নামাজের স্থান, ইসলামিক ফাউন্ডেশনের অফিসকক্ষ, ডাইনিং রুম ও কিচেন রুমসহ বিশাল সভা কক্ষ। উল্লে খ্য সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায় ১০০টি পূর্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেছেন। আজ সারাদেশে তৃতীয় পর্যায় ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com