জামালপুরের মেলান্দহে ১৫ মার্চ রাত ৯টায় চার দিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিনে শহীদ মিনার মুক্তমঞ্চে স্থানীয় কবি-লেখকদের রয়্যালিটি প্রদান করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আঞ্চলিক বই মেলায় রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদের স্টলে স্থানীয় লেখকদের বিক্রিত বইয়ের রয়ালিটি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়া। ১৪৩টি আন্তর্জাতিক পণ্যের আবিস্কারক, উত্তর আমেরিকাস্থ বাংলাদেশ বায়োলজিক্যাল এন্ড কেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি-লেখক ড. ফাহিম উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষনা সেলের পরিচালক বিজ্ঞানী ড. মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, শহীদ সমর থিয়েটারের সভাপতি আব্দুল্লাহ মোল্লা, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কবি ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, রির্পোর্টার্স ইউনিটি-সৈকত সাহিত্য সংসদে প্রতিষ্ঠাতা সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামাল, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ ফরিদ প্রমুখ ব্যাক্তবর্গ এতে বক্তব্য রাখেন। রয়ালিটিপ্রাপ্ত কবি-লেখকরা হলেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হাসান, প্রক্টর ড. এএইচএম মাহবুবুর রহমান, কবি আশরাফুল মান্নান, কবি কামরুন্নাহার শিখা, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার কবি বিপ্লব সরকার, সৈকত সাহিত্য সংসদের সভাপতি কথাসাহিত্যিক এসএম জুলফিকার আলী লেবু, সহসভাপতি কবি আব্দুল কাদের, গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি শাহ মো. জাহাঙ্গীর আলম, কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল বাবু, কবি শফিক হাসান, কবি রহিম ইবনে বাহাজ, সৈকত সাহিত্য সংসদের ঢাকা বিভাগী পরিচালক কবি ও গীতিকার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সৈকত সাহিত্য সংসদের সহসভাপতি-দেওলাবাড়ি প্রবাহের সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবি তৌহিদুল ইসলাম অটল, কবি ¯িœগ্ধ নজরুল, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক মহব্বত আলী ফকির, আবৃত্তিকার মমিনুল ফারাজী, জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ, সাংস্কৃতিক কর্মী আজমত আলীসহ বিভিন্ন পেশাজীবির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।