জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১শত ৩ তম শুভ জন্মদিন উপলক্ষে, গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে, গলাচিপা সদরের সকল প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুলও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদল রুমে রচনা প্রতিযোগিতা ও বিটিএফ স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক, উপজেলা শিক্ষা অফিসারমীর রেজাউল ইসলাম ও সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফার তত্ত্বাবধনে, উপকমিটির সদস্যগণ দুইটি ভ্যানুতে প্রতিযোগিতার ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া গলাচিপা শিশু ঘরের আঙ্গিনায় শিশুদের উপস্থিতিতে আগামীকাল ১৭ ই মার্চ বিকেল পাঁচটায় বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে কেক কেটে শিশু উৎসব পালন হবে বলে শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মলি জানান।