গাইবান্ধার পলাশবাড়ীতে জুনদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল সোহেল কর্তৃক সন্ত্রাসী লেলিয়ে ও পরিবারের সদস্যদের বিদ্যালয়ে এনে সহকারী শিক্ষকদের মারপিট ও থানায় মিথ্যে ভিত্তিহীন অভিযোগ দায়ের, বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দূর্নীতি প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বিকেলে সহকারী শিক্ষক ও এলাবাসীর আয়োজেনে বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানবন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ ভোলা মাষ্টারের সভাপতিত্বে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তার আলী, মোখলেছার রহমান, কাওছার মিয়া, ময়নুল হক, ইউপি সদস্য মাজু মন্ডল, অভিভাবক জবা মিয়া, আলম মিয়া প্রমূখ। বক্তারা এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক/কর্মচারী, অভিভাবক, এলাকাবাসী বিভিন্ন দাবী-দাওয়া ও শ্লোগান লেখা প্লেকার্ড প্রদর্শন করে।