শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম ::

আজ মরহুম কেএম ওবায়দুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব, বাংলার সিংহ পুরুষ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, মরহুম কেএম ওবায়দুর রহমানের আজ ২১ মার্চ ১৬ তম মৃত্যু বার্ষিকী। ১৬ বছর আগে ২০০৭ সালের এই দিনে তিনি  ঢাকায় ইন্তেকাল  করেন। মরহুম কেএম ওবায়দুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজবাড়ী উপজেলার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিলে তার কবর জিয়ারত, রুহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করা হবে। বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করবে। যার সকল নেতৃত্বেই থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মরহুম কেএম ওবায়েদুর রহমানের একমাত্র কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু। কেএম ওবায়দুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শামা ডেইরী ফার্ম মাঠে এক স্বরণ সভারও আয়োজন করা হয়েছে। বিকালে স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এসময়  কেন্দ্রীয় বিএনপি ও তার অংগসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বাবুল তালুকদার জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com