মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভুমিহীন ও গৃহহীন অর্থ্যাৎ “ক” শ্রেনী পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আগামী ২২ মার্চ ৪০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে জমিসহ গৃহ প্রদান কার্যত্রুম এবং মুকসুদপুর উপজেলা কে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা বিষয়ক গতকাল ২০ মার্চ সোমবার উপজেলা প্রশাসন সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস, এম ইমাম রাজী টুলু। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক মো: শহিদুল ইসলাম শহীদ, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মো: ছিরু মিয়া,সহসভাপতি সরদার মজিবুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,হাদিউজ্জামান,তারিকুল ইসলাম,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সদস্য হাফিজুর রহমান লেবু ও খালিদুজ্জামান মুন্সী প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলু ব্রিফিং এ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি যেভাবে বাংলাদেশের ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করছেন যা পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন। পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রনায়ক এ ধরনের উদ্যোগ ইতিপূর্বে গ্রহন করেনি।তিনি আরোও বলেন,বঙ্গবন্ধু”র স্বপ্নের সোনার বাংলা গড়া এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।