শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::

গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

মু. খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী:
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের গৃহহীন, ভূমিহীন পরিবারদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিভাগের বেশ কয়েকটি উপজেলায় ভূমিহীন মুক্ত ঘোষণা করার অনুষ্ঠানে বুধবার বেলা ১১ ঘটিকায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে সুবিধাভোগী পরিবারদের উপস্থিতিতে আলোচনা সভা, গৃহের চাবি ও কবুলতনামা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী ১১৩ (৩) আসনের সুযোগ্য জননেতা, সৎ আদর্শবান, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার কাজী আব্দুল মমিন, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সহ- সভাপতি হাজী মুজিবুর রহমান সহ সুধীবৃন্দ । অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু প্রমূখ। অত্র উপজেলায় ১শত ৩৪টি ছিন্নমূল অসহায় পরিবারকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে ঘর হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীসহ সকল সরকারি অফিসার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com