মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভূমিহীনদের জন্য নির্মিত আরো ৪০টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ‘আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনার উপহার’ স্লোগানে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে নির্মাণ করা হয়েছে এসব সেমিপাকা ঘর। বুধবার (২২ মার্চ ) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে াফারুক খান মিলনায়তনে এই ঘর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের কয়েকটি উপজেলার সঙ্গে মুকসুদপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই দুই শতাংশ জমির দলিলসহ এই ঘরগুলো উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে হস্তাহন্তর করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক মো: গোলাম কবির। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল রাশদী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ছিরু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফয়জুল মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা, এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ৫শ ৫৩ টি পরিবারসহ উপজেলার মোট ৬শ ৩৩ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছে। ফলে দেশের ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলার তালিকায় যোগ হয়েছে মুকসুদপুরের উপজেলা।