ফরিদপুরের নগরকান্দায় বিট পুলিশিং সভা ও ছায়াশীতল ঘরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে থানা চত্বরে নতুন করে থানায় আগত লোকজনদের বসার জন্য নির্মিত ছায়াশীতল নামের বিশ্রামাগারের শুভ উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান। এর পরে জেলা অডিটোরিয়াম হল রুমে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। “বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জুয়া, জঙ্গিবাদ, ইভটিজিং, সন্ত্রাস, কিশোরগ্যাং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, সাইবার ক্র্যাইমসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ বিন কালাম, মোঃ ইমাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল, ভাঙ্গা সার্কেল মোঃ হেলাল উদ্দীন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য মোসাঃ আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, আরিফ হোসেন, কামাল হোসেন মিয়া, মোস্তফা খান, কামরুজ্জামান সাহেব ফকির, আতাউর রহমান বাবু, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নাসির মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং গণ্যমান্যব্যক্তিবর্গ। উপরোক্ত বিষয়গুলোর উপর আলোচনা করেন উপস্থিত অতিথি বৃন্দরা।