বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিশ্ব যক্ষা দিবস পালিত

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

কুড়িগ্রামে সচেতনতা মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এবারের প্রতি পাদ্য বিষয় ছিল, ‘হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর এ মুর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, নাটাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ডাঃ আল-আমিন, ডাঃ মোঃ জোবায়ের হোসেন, নার্সিং ইনস্টিটিউটের কামরুন নাহার, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হান্নান, মনিটরিং অফিসার শাহ জালাল প্রমুখ। এ সময় বক্তারা জানান, ২০২২ সালে কুড়িগ্রাম জেলায় যক্ষা রোগীর সংখ্যা ৪ হাজার ৩৮ জন এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৫ জনের। জেলায় যক্ষা নির্মূল করতে স্বাস্থ্য বিভাগ ছাড়াও আরডিআরএসসহ বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে। এছাড়া দেশের টেকশই উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যক্ষা নির্মূল করতে সরকারের লক্ষ্যমাত্র অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com