শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম ::

পাবনায় ‘অনন্য সমাজ কল্যাণ সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ক্ষুদ্র এনজিও জোটের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোবারক বিশ^াস পাবনা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

পাবনায় ‘অনন্য সমাজকল্যাণ সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সংস্থার বরখাস্তকৃত সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারের দাবীতে ক্ষুদ্র এনজিও জোট মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে। গতকাল পাবনা প্রেসক্লাবের সামনে শহরের প্রধান সড়কে জেলার ৪৫টি বেসরকারী উন্নয়ন সংস্থার সমন্বয়ে ক্ষুদ্র এনজিও জোট এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, অনন্য সমাজকল্যাণ সংস্থার সাবেক তিন কর্মকর্তা লিয়াকত আলী, মতিউর রহমান, টিপু বিশ্বাস ও তুরানী সুলতানা সংস্থার দায়িত্বে থাকাবস্থায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থা। যা আদালতে বিচারাধীন রয়েছে। চলমান মামলাকে ক্ষতিগ্রস্থ করার জন্য একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ প্রচার এবং অর্থআতœসাৎকারীরা নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন ক্ষুদ্র এনজিও জোটের সদস্য সচিব ও সূচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, জোটের আহবায়ক আসাস‘র নির্বাহী পরিচালক আবু হানিফ, হারডোর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, কর্ণফুলীর আব্দুল লতিফ, রূপার সুইটি পারভীন, উদ্দীপণার আলেয়া ইয়াসমিন, শোভার হুমায়ুন কবির প্রমুখ। মানববন্ধন শেষে ক্ষুুদ্র এনজিও জোটে নেতৃবৃন্দ অনুদান ভিত্তিক প্রকল্প সমূহ চালু, বৈদেশিক অর্থ ছাড় সহজী করণ, যথাযথ সময় অর্থ ছাড়, অনলাইন আবেদনে মধ্য-স্বত্বভোগী বন্ধ, স্ব-স্ব নিবন্ধনকারী প্রতিষ্ঠান সমূহ তাদের অধীনে নিবন্ধনকৃত সেবা প্রতিষ্ঠান সমূহকে সময় উপযোগী সেবা প্রদান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধন সংক্রান্ত জটিল আইন গুলো সহজীকরণ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক অনন্য সমাজ কল্যাণ সংস্থার অনুমোদিত ও বৈধ বর্তমান নির্বাহী পরিচালককে অনিয়মতান্ত্রিকভাবে অপসারনের চেষ্টা বন্ধ করার জোড় দাবীসহ অনন্য’র অর্থ আত্মসাৎকারী মোঃ লিয়াকত আলী ও মোঃ মতিউর রহমানসহ অন্যান্য এনজিও’র অর্থ আত্মসাৎকারী ব্যক্তিদের দ্রুত বিচারকাজ সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com